মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক এবং অপর দুই যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১২ টার দিকে জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়া এলাকার মাগুরা-মহম্মদপুর সড়কে এ দুর্ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়েছে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন জানান, রবিবার বেলা ১২ টার দিকে মাগুরা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী পরিবহনটি মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ইজিবাইককে আঘাত করে। এতে ইজিবাইক চালকসহ চারজন গুরুতর আহত হয়। এ ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে পথেই ইজিবাইক চালক রাব্বি (২২) এবং জসিম (২৪) নামে এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর দুইজনের মধ্যে নির্মল কুমার বিশ্বাসকে (৬০) যশোর নেয়ার পথে মৃত্যু হয়েছে।
নিহত তিনজনের বাড়ি মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রামে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে দুর্ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি