April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 3rd, 2021, 1:20 pm

মাগুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানা পুড়ে ছাই

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

জেলার শালিখা উপজেলায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শতখালী ইউনিয়নের আলামিন প্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেড সোমবার সকাল সাড়ে ৮টায় এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। পরে মাগুরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাগুরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহাগ উজ্জামান জামান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে পরে ডোর ইউনিটে ছড়িয়ে পড়ে। তবে ক্ষতির পরিমাণ কত হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না।

আলামিন প্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আহসান উল্লাহ ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৯৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ।

ইন্ডাস্ট্রিয়াসের ডোর উৎপাদন কর্মকর্তা মাসুদ রানা জানান, এতে করে ডোর উৎপাদন ইউনিটের থার্নিক অয়েলের ৩৫ টি ড্রাম, ডোর উৎপাদনের কাজে ব্যবহৃত ১০ মেশিন, ৫০ মোটর এছাড়াও ডোর উৎপাদনের জন্য সংরক্ষিত বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।

শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আল মাহামুব জানান, ঘটনাটি শোনামাত্রই তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে।