মাগুরার গ্রামীণ মেলা ও ঐতিহ্যবাহী শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে বৃহস্পতিবার বিকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়।
শত বছরের ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় এলাকাবাসী, যুব সংঘ ও ক্রীড়ামোদিরা এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।
মাগুরা, যশোর, নড়াইল, ফরিদপুর ও রাজবাড়ী জেলার ২৭টি ঘোড়া এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় নড়াইল জেলার ঘোড়ামাড়া গ্রামের অনিস মিয়ার ঘোড়া প্রথম স্থান, মাগুরা জেলার পাল্লা গ্রামের কুদ্দুস মোল্লার ঘোড়া ২য় ও নড়াইল জেলার অভয়নগর গ্রামের সোহেল মিয়ার ঘোড়া ৩য় স্থান লাভ করে।
এছাড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে টেলিভিশন পুরস্কার বিতরণ করা হয়।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলায় নানা রকমের মিষ্টি, বাচ্চাদের খেলার সামগ্রী, আসবাবপত্রের দোকান বসে।
এছাড়া এলাকার হাজার হাজার দর্শক এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা উপভোগ করে।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি