অনলাইন ডেস্ক :
সংগীত, চলচ্চিত্র, নাটক, উপস্থাপনা অর্থাৎ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবাধ পদচারণা খান আসিফুর রহমান আগুনের। তবে জনপ্রিয় সংগীত শিল্পী হিসাবে আগুন অন্যতম। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গানের মধ্য দিয়ে তাঁর জয়ধ্বনি সর্বত্র বেজে ওঠে। সে সময় আগুনের ‘বাবা বলে ছেলে নাম করবে’ এবং ‘ও আমার বন্ধু গো…’ গান মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। বাবা খান আতা পরিচালিত ‘এখন অনেক রাত’ সিনেমার নায়কও হয়েছিলেন আগুন। সেই আগুন এখন ব্যস্ত মাছের খামারে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আগুন জানিয়েছেন, ‘গান-অভিনয় নয়, এখন মৎস্য খামার নিয়ে ব্যস্ততা বলতে পারেন। আগে কাজটি গুছিয়ে নিই। তারপর সব হবে।’ আগুন বলছেন, ‘মানিকগঞ্জের সিংগাইরে একটি দিঘি করেছি। এখানে মাছ চাষ করব। নাম দিয়েছি ডিজিটাল দিঘি, যার চারপাড়ে লাগানো হয়েছে অনেক খেজুর গাছ। থাকছে ইলেকট্রিকের বেড়া আর সিসি ক্যামেরা। এখন থেকে আমার ঠিকানা হবে এটাই। সপ্তাহে একদিন এখানে এসে সময় কাটাব। খিচুড়ি রান্না হবে। গ্রামের লোক খাবে। মৎস্য খামারের পাশাপাশি আগামীতে এখানেই একটি ডেইরি ফার্মের পরিকল্পনা করছি।’ নতুন গান প্রসঙ্গে আগুনের ভাষ্য, ‘এরই মধ্যে বেশ কয়েকটি নতুন গানের কাজ করেছি, যা এখনও শেষ হয়নি। কথা-সুর-সংগীত নিয়ে কাটাছেঁড়া চলছেই। সম্প্রতি একটি তথ্যচিত্রের জন্য গানের পাশাপাশি সুর করেছি।’
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ