April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 25th, 2022, 1:41 pm

মাছ ধরা শুরু, ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়ে খুশি বরগুনার জেলেরা

সরকারের নিষেধাজ্ঞা পর দীর্ঘদিন ৬৫ দিন পর সমুদ্রে মাছ শিকারে নেমেছে বরগুনার পাথরঘাটা উপকূলের জেলেরা।

সংশ্লিষ্টরা জানান, রবিবার দিবাগত রাত ১২টার পর ট্রলার নিয়ে মাছ শিকারে নেমে প্রথম দিনেই জেলেদের জালে প্রচুর পরিমানে মাছ ধরা পড়েছে। জাল ভর্তি ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়ে হাসি মুখে ফিরেছেন জেলেরা।

এদিকে, দীর্ঘদিন পর ট্রলারভর্তি মাছ নিয়ে বিএফডিসি ঘাটে পৌঁছানোর ট্রলার মালিক, আড়তদার ও জেলেদের উল্লাস দেখা যায়।

জেলে জব্বার মিয়া বলেন, একটা খেও দিছি যা পাইছি তাড়াতাড়ি করে ভালো দামের জন্য তাই নিয়াই প্রথম বাজার ধরলাম।

সরেজমিনে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা গেছে, মৎস্য ঘাটে প্রায় ২৫টি মাছ ধরার ট্রলার নোঙর করে আছে। ওই ট্রলার থেকে ঘাট শ্রমিকরা মাছ উঠাচ্ছেন। অপরদিকে টল সেটে হাঁক ডাকে মাছ বিক্রি হচ্ছে।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, প্রথম দিনে অন্তত ২৫টি মাছ ধরা ট্রলার ঘাটে এসেছে। জেলেরা বলছে ভালোই মাছ পাচ্ছে। দামও ভালো মিলছে।

বিএফডিসির মার্কেটিং অফিসার বিপ্লব কুমার সরকার জানান, প্রথম দিনে বিএফডিসি মৎস্য বাজারে মোট ১১ হাজার ৮৬৯ কেজি মাছ বিক্রি হয়েছে। এর মধ্যে সাত হাজার ৭৮০ কেজি ইলিশই বিক্রি হয়েছে। আর অন্যান্য চার হাজার ৮৯ কেজি মাছ বিক্রি হয়েছে। সব মিলিয়ে ৬৭ লাখ ৫৬ হাজার ৮০০ টাকার মাছ বিক্রি হয়েছে। এর মধ্যে সরকার রাজস্ব পেয়েছে ৮৪ হাজার ৪৬০ টাকা।

—ইউএনবি