March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 14th, 2021, 12:30 pm

মাদক মামলায় পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে আদালত

আপডেটেড

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিনেত্রী পরীমণিসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে দিয়েছে ঢাকার একটি আদালত।

অভিযোগ গঠনের পর মামলার বিচার শুরু হতে পারে। মামলায় পরীমণিসহ তিন আসামিই বর্তমানে জামিনে রয়েছেন।

অভিনেত্রীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ-১৯ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম আগামী বছরের ২ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

মঙ্গলবার সকালে আদালতে যাওয়ার পথে পরীমণি অসুস্থ হয়ে পড়ায় আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি আদালতের কাছে আরও কিছু সময় চেয়েছিলেন।

পরীমণি আদালতে উপস্থিত না থাকলেও মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন বিচারকের সামনে হাজির হন।

১৫ নভেম্বর, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের করা অভিযোগ আমলে নেন এবং অভিযোগ গঠনের জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করেন।

গত ৪ অক্টোবর আদালতে এ মামলায় অভিযোগপত্র জমা দেন সিআইডির পরিদর্শক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মোস্তফা কামাল।

এর আগে গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরদিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

–ইউএনবি