April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 28th, 2022, 7:53 pm

মাঝ আকাশেই বোমা হামলার হুমকি, নিরাপত্তায় গেল যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে যাচ্ছিল সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইট। কিন্তু মাঝ আকাশেই বোমা হামলার হুমকি দেন ওই ফ্লাইটে থাকা এক যাত্রী। এর পরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে যাত্রীদের সুরক্ষা নিশ্চিতে সিঙ্গাপুর থেকে পাঠানো হয় দুটি যুদ্ধবিমান। বুধবার (২৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুর বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর হামলার হুমকির পর আমাদের দুটি এফ১৬সি/ডিএস যুদ্ধবিমান পাঠানো হয়। বিমানটি চাঙ্গি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করা পর্যন্ত আমাদের সেনারা সেটিকে সুরক্ষা দিয়ে নিয়ে এসেছে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন জানায়, বোমার এ হুমকি ভুয়া ছিল। অর্থাৎ ওই যাত্রীর ব্যাগে কোনো বোমা ছিল না। তবে এর আগে হামলার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ‘সেনাদের একত্রিত’ করা হয়। কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রীর হুমকি সম্পর্কে জানার পর সেনাবাহিনীর কেমিক্যাল, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল, এক্সপ্লোসিভস ডিফেন্স গ্রুপ এবং এয়ারপোর্ট পুলিশের দলগুলো চাঙ্গি বিমানবন্দরে উপস্থিত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ফ্লাইটে থাকা ৩৭ বছর বয়সী এক পুরুষ যাত্রী মাঝ আকাশেই দাবি করেন যে, তার কাছে থাকা হাত ব্যাগে একটি বোমা আছে। এ সময় ক্রুদেরও আক্রমণ করেন তিনি।এ ঘটনার তদন্ত করছে পুলিশ। গতকাল বুধবার ভোর ৫টায় চাঙ্গি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি।