অনলাইন ডেস্ক :
মাঝ আকাশে দিল্লিগামী স্পাইস জেটের একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার খবর পাওয়া গেছে। বিমানে ১৮৫ জন আরোহী ছিলেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, আগুন লাগার পরপরই দ্রুত অবতরণ করায় ক্রুসহ যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। রোববার (১৯ জুন) স্পাইস জেটের বিমানটি ক্রুসহ ১৮৫ আরোহী নিয়ে পাটনা থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যায়। মাঝ আকাশে হঠাৎ বিমানের সঙ্গে পাখির আঘাত লাগলে বাঁ পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিহারের পাটনায় দ্রুত নিরাপদে অবতরণ করানো হয় বিমানটিকে। এভিয়েশন নিয়ন্ত্রক ডিজিসিএ সূত্র জানায়, বিমানটিতে একটি পাখির আঘাত লাগে। এমন ঘটনার কারণে প্রায়ই ইঞ্জিনে আগুন লেগে যায়। পাইলট ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করে বিমানটিকে।সূত্রের খবর, টেক-অফের পরই এসজি৭২৫ মডেলের বিমানের ডানায় প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। তারপরই বিমানবন্দরে খবর দেওয়া হয়। পাটনার কর্মকর্তা চন্দ্রশেখর সিং বলেন, ‘বিমান নিরাপদে অবতরণ করেছে। সবাই নিরাপদে আছেন’।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু