April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 8th, 2021, 2:47 am

মাঠে নেইমার-এমবাপের সুসম্পর্ক

অনলাইন ডেস্ক :

সম্প্রতি পিএসজির দুই বড় তারকা নেইমার এবং এমবাপ্পের মাঝে বিবাদের গুঞ্জন ছড়িয়েছিল আন্তর্জাতিক মিডিয়ায়। সেই গুঞ্জন পুরোপুরি মিথ্যা ছিল না। নেইমার খেলার সময় এমবাপ্পেকে পাস দিতে চাইতেন না। এমবাপ্পেও তাই। পিএসজি কোচ পচেত্তিনো বলেছিলেন, ঝামেলা মিটে গেছে। এবার পচেত্তিনোর কথার প্রমাণ পাওয়া গেল বোর্দোর বিপক্ষে পিএসজির ৩-২ গোলে জয় পাওয়া ম্যাচে। একে অন্যকে সহায়তা করলেন নেইমার-এমবাপ্পে। বোর্দোর মাঠে শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে পেশির চোটের কারণে ছিলেন না আর্জেন্টাইন তারকা মেসি এবং ডি মারিয়া। প্রথমার্ধে দুই গোল করেন নেইমার। দুইবারই তাকে বল এগিয়ে দেন এমবাপ্পে। ম্যাচে গোলের উদ্দেশ্যে ৯টি শট নেয় পিএসজি, যার পাঁচটি ছিল লক্ষ্যে। আর বোর্দোর ১৮টি শটের ছয়টি লক্ষ্যে ছিল। ২৬তম মিনিটে এমবাপের ক্রস ডি-বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে জায়গা বানিয়ে ডান পায়ের শটে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল জালে পাঠান নেইমার। ৪৩তম মিনিটে আবারও এমবাপ্পে-নেইমার রসায়নে ব্যবধান দ্বিগুণ হয়। ডি-বক্সে এমবাপেকে পাস দিয়ে এগিয়ে যান নেইমার। ফরাসি ফরোয়ার্ডের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান এই ব্রাজিল সুপারস্টার। চলতি লিগে ৮ ম্যাচে তার গোল হলো ৩টি। বিরতির পর ৬৩তম মিনিটে জর্জিনিয়ো ভেইনালডামের পাস থেকে স্কোরলাইন ৩-০ করেন এমবাপ্পে। শেষদিকে দুটি গোল পরিশোধ করে ম্যাচ জমিয়ে তুলেছিলে বোর্দে। কিন্তু জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।