March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 23rd, 2022, 7:44 pm

মাদক পাচার বন্ধে বিজিবি-বিএসএফের ঐক্যমত

সীমান্ত দিয়ে যেকোন ধরণের মাদক পাচার বন্ধে ঐক্যমতে পৌঁছেছেন বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা।

বুধবার বেলা ১১টায় দিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে তারা এ বিষয়ে একমত পোষণ করেন। হিলি সিপি বিজিবি ক্যাম্পের গোলঘরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৫ সদস্যের নেতৃত্ব দেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার গোলাম মহিউদ্দিন খন্দকার এবং ভারতের পক্ষে ১৫ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি এসএন ভাস্তব।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএসএফের প্রতিনিধি দল হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন। এসময় সেখানে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির কর্মকর্তারা।

বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, করোনার কারণে আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা বন্ধ ছিল। এখন হচ্ছে। আমরা বর্ডার ইস্যু ও বিভিন্ন ধরনের মাদক সহ অবৈধ পারাপার বন্ধ নিয়ে আলোচনা করেছি। বিএসএফকে বলেছি বাংলাদেশে মাদক পাচার বন্ধে তারা যেনো কার্যকর পদক্ষেপ নেয়।

তিনি আরও বলেন, বিএসএফও তাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে। উভয়ে সীমান্তে যেকোন ধরনের অপরাধ রোধে একমত হয়ে কাজ করব। আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

—ইউএনবি