November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 8th, 2022, 8:08 pm

মাদাগাস্কার দ্বীপে ভয়াবহ সাইক্লোনে মৃত্যু ১০

অনলাইন ডেস্ক :

ভারত মহাসাগরের দ্বীপ মাদাগাস্কারে ভয়াবহ সাইক্লোন ‘বাটসিরাই’-এর আঘাতে মারা গেছেন অন্তত ১০ জন। ঘূর্ণিঝড়ের তিনদিন পার হলেও যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন ১২ হাজারের বেশি বাসিন্দা। প্রায় ৪৮ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছাড়া বলে জানিয়েছে দেশটির দুর্যোগ মন্ত্রণালয়। ডুবে গেছে রাস্তাঘাট, থেমে আছে গাড়ি। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ স্টেশনও অথৈই পানির নিচে। পাশাপাশি ধসে পড়া দেয়াল আর ভেঙে যাওয়া চাল জানান দিচ্ছে ধ্বংসলীলার ভয়াবহতা। এটিই ঘূর্ণিঝড় বাটসিরাইয়ে ল-ভ- হওয়া মাদাগাস্কার। ঘূর্ণিঝড়ে এলোমেলো হওয়া ভহিপারারা এলাকার পরের দিনের সকালটি ছিল বিভীষিকাময়। গত শনিবার গভীর রাতে মাদাগাস্কারের পূর্ব উপকূলে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার গতিবেগে হানা দেয় ঘূর্ণিঝড়টি। প্রচ- ঝড়ো হাওয়া আর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে অধিকাংশ এলাকা। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অফিস জানায়, ঝড়ের কারণে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ৪৮ হাজার মানুষ। আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। কয়েক সপ্তাহের ব্যবধানে ঘূর্ণিঝড়ের দ্বিতীয় আঘাত এটি। এর আগে সাইক্লোন ‘অ্যানা’র আঘাতে দেশটিতে মারা যান অন্তত ৮৮ জন। আর গৃহহীন হন প্রায় দেড় লাখ মানুষ।