মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদি গ্রামে বেলুন ফোলানোর জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শংকরদি গ্রামের দুলাল মোল্লার ছেলে মো. আফফান (১০) ও বেলুন বিক্রেতা মো. জাহিদুল।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বুধবার ইউপি নির্বাচনের সময় জাহিদুল শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বেলুন ফোলানোর সময় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, বিস্ফোরণে জাহিদুল ঘটনাস্থলেই মারা যান এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।
আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে হাসপাতালের চিকিৎসকরা আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠান এবং সেখানে বৃহস্পতিবার সকালে আফফান শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানান ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি