April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 16th, 2022, 8:32 pm

মাদ্রিদের খেলার ধরণে ক্ষুদ্ধ ইউনাইটেড কোচ

অনলাইন ডেস্ক :

দিয়েগো সিমেওনের কথা অনুযায়ী ওল্ড ট্যাফোর্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আতলেতিকো মাদ্রিদ। তবে এগিয়ে যাওয়ার পর দলটি ফিরে যায় তাদের চিরচেনা রক্ষণাত্মক কৌশলে। মাদ্রিদের ক্লাবটির খেলার ধরণে ক্ষুদ্ধ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রালফ রাংনিক। তার মতে, ফল আদায়ে সময় নষ্ট করার কৌশল বেছে নিয়েছিল স্প্যানিশ দলটি। ইউনাইটেডের মাঠে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে সিমেওনের দল। মাদ্রিদে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। রেনান লোদির ৪০তম মিনিটের গোলে এগিয়ে যাওয়া আতলেতিকো দ্বিতীয়ার্ধের শুরু থেকে নিজেদের গুটিয়ে নেয়। রক্ষণাত্মক ফুটবলের পাশাপাশি ‘সময় কাটানোর জন্য নানা কৌশলের আশ্রয়’ নেন দলটির খেলোয়াড়রা। ম্যাচ শেষে এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাংনিক। রেফারির কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। “দ্বিতীয়ার্ধে ফুটবল খেলাটা কঠিন হয়ে পড়ে এবং বারবার বাধাগ্রস্ত হচ্ছিল।” “সবসময় কেউ না কেউ মাটিতে শুয়ে ছিল। আমি রেফারির কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের কথাও বলব। বলছি না যে সেগুলো ফল নির্ধারক ছিল, তবে তিনি প্রায়ই (আতলেতিকোর) সময় নষ্ট করার কৌশলে সাড়া দিয়েছেন এবং শেষে চার মিনিট যোগ করাটা আমার কাছে রসিকতা ছাড়া আর কিছু নয়।” রাংনিক মনে করেন, প্রথমার্ধে তারা তুলনামূলক ভালো খেলেছেন। দারুণ কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে না লাগাতে পেরে হতাশ এই জার্মান কোচ। “আমার মনে হয়, প্রথমার্ধটা আমরা দারুণ খেলেছি-ঠিক যে মানের প্রাণশক্তির ফুটবল খেলতে চেয়েছিলাম। কিন্তু আমরা ওই সময়ে একটি বা দুটি সুযোগ গোলে রুপান্তর করতে পারিনি।” “আমাদের কিছু ভালো মুহূর্ত ছিল যেখানে গোল করা উচিত ছিল কিন্তু আমরা তা পারিনি। উল্টো বিরতির আগে পাল্টা আক্রমণে গোল হজম করায় কাজটা আরও কঠিন হয়ে উঠেছিল।” সিমেওনে তার দলের লড়াকু মানসিকতায় মুগ্ধ। দলগতভাবে খেলেই আতলেতিকো দ্বিতীয় লেগে ইতিবাচক ফল পেয়েছেন বলে মত তার। “সুইমিং পুলে জল থাকুক বা না থাকুক, এই দলটি একসঙ্গে তাতে ঝাঁপ দেবে।” “খেলোয়াড়রা এভাবে একটা দল হিসেবে কাজ করলে আমার খুব ভালো লাগে। ম্যাচে আমরা দারুণ লড়াকু ছিলাম। গোলটি আমাদের এগিয়ে দিয়েছিল এবং দ্বিতীয়ার্ধে (রক্ষণ সামলাতে) দলগত প্রচেষ্টা দুর্দান্ত ছিল, এই মৌসুমে আমাদের সেরা পারফরম্যান্সের একটি। আমাকে যা আনন্দ দিয়েছে।”