November 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 27th, 2022, 8:17 pm

মাদ্রিদ ওপেনের মাধ্যমে কোর্টে ফিরছেন নাদাল

অনলাইন ডেস্ক :

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া মাদ্রিদ ওপেনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীতামূলক টেনিসে ফিরছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতির অংশ হিসেবেই কোর্টে ফিরে আসছেন বলে ইঙ্গিত দিয়েছেন ১৩বারের রোলা গাঁরো চ্যাম্পিয়ন নাদাল। ৩৫ বছর বয়সী নাদাল গত সপ্তাহ থেকে অনুশীলন শুরু করেছেন। পাঁজরের হাড়ের ইনজুরির কারণে চার সপ্তাহ কোর্টের বাইরে ছিলেন এই স্প্যানিয়ার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রস্তুতির ঘাটতি সত্বেও স্প্যানিশ রাজধানীতে খেলার ইচ্ছে পোষন করেছেন নাদাল। গত ২২ মার্চ ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়ে নাদাল ইঙ্গিত দিয়েছিলেন চার থেকে ছয় সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হতে পারে। ফাইনালে পরাজিত হবার মধ্য দিয়ে ২০২২ সালে ২০ ম্যাচ পর হারের স্বাদ পেয়েছিলেন নাদাল। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের স্বরণীয় ফাইনালে দানিল মেদভেদেভকে পরাজিত করে নাদাল দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচ ও রজার ফেদেরারকে পিছনে ফেলে রেকর্ড ২১ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন। আগামী ২২ মে থেকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন।