April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 6th, 2021, 7:19 pm

মাধ্যম নয় আমার কাছে কাজটাই মুখ্য: তানহা

অনলাইন ডেস্ক:

‘ভোলা তো যায় না তারে’, ‘ভালো থেকো’, ‘ধূমকেতু’ ছবিগুলোর মাধ্যমে সম্ভাবনার জানান দিয়েছিলেন চলতি প্রজন্মের অভিনেত্রী তানহা তাসনিয়া। অভিনয়ের পাশাপাশি মডেলিংও চালিয়ে যান তিনি। তবে করোনা মহামারি শুরুর পর থেকে সিনেমার কাজ কমে যায়। তানহা তাসনিয়াও সিনেমার পাশাপাশি ওয়েব ও নাটকে নিয়মিত কাজ শুরু করেন। নাটকের দুনিয়ায় প্রবেশ করেই তিনি আলোচনায় আসেন শীর্ষ অভিনেতাদের সঙ্গে অভিনয় করে। এরইমধ্যে তিনি কাজ করেছেন মোশাররফ করিম, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশোদের সঙ্গেও। কাজ করেছেন চলতি প্রজন্মের মুশফিক আর ফারহান, নিলয় আলমগীর, শামীম হাসান সরকারদের সঙ্গেও। এদিকে, গেল ঈদে ৭টি খ- নাটক প্রচার হয়েছে তানহার। এদিকে সম্প্রতি একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন এই গ্ল্যামারকন্যা। নাম ‘দম’। পরিচালনা করেছেন রাশেদ রাহা। এ সিরিজে নায়িকা চরিত্রেই কাজ করেছেন তানহা। এখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আবু হুরায়রা তানভীর। এটি একটি উৎসবের জন্য করা হয়েছে বলেও জানান তানহা। কেমন হলো সিরিজটির কাজ? তানহা বলেন, ওয়েব সিরিজের গল্প দারুণ ইন্টারেস্টিং। আমার চরিত্রটিও চমৎকার। কারণ নায়িকা চরিত্রেই কাজ করেছি এখানে। পুরো সিরিজের মধ্যেই টানটান উত্তেজনা অনুভব করবেন দর্শক। তাই কাজ করে আনন্দ পেয়েছি। এখানে নিজেকে প্রমাণের সুযোগও ছিল। আশা করছি সিরিজটি ভালো লাগবে সবার। নাটকের ব্যস্ততা কেমন চলছে? এ অভিনেত্রী বলেন, নাটকের কাজ খুব ভালো চলছে। বেশকিছু নতুন নাটক নিয়ে কথা চলছে। সামনেই শুটিং শুরু হবে। এদিকে, তানহা অভিনীত সর্বশেষ ছবি ছিল ‘বিয়ে আমি করবো না’। রকিবুল আলম রকিব পরিচালিত এ ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। নতুন কোনো সিনেমায় কাজ করা হচ্ছে? এ নায়িকা বলেন, নতুন চলচ্চিত্রে এখনো চুক্তিবদ্ধ হইনি। তবে কথাবার্তা চলছে। সবকিছু ঠিকঠাক মনে হলে চুক্তিবদ্ধ হবো। তানহা বলেন, আসলে করোনার কারণে অনেকটা সময় মনে হচ্ছে এভাবেই চলে গেল। এই সময়টাকে কাজে লাগানো যেতো। এর ভেতরও চেষ্টা করেছি সচেতন থেকে কাজ করার। আশা করছি ভালো কিছু কাজ সামনে দর্শকদের উপহার দিতে পারবো। নাটক, চলচ্চিত্র, ওয়েব- তিন মাধ্যমেই কাজ করছেন। স্বাচ্ছন্দ্যবোধ করেন কোন মাধ্যমে? তানহার উত্তর- আমার কাছে মাধ্যম নয় কাজটাই মুখ্য। কাজের ক্ষেত্রে ওয়েব, নাটক কিংবা চলচ্চিত্র এসব দেখছি না। কেবল ভালো কাজকে গুরুত্ব দিচ্ছি। নিজের পছন্দমতো কাজ হলেই সেটি করছি।