May 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 23rd, 2023, 9:28 pm

মানবতাবিরোধী অপরাধ: কেরানীগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) একটি দল তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল খালেক তালুকদার (৭৩) মৃত মো. রুস্তম আলী তালুকদারের ছেলে এবং নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে এটিইউ-এর একটি বিশেষ দল কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আব্দুল খালেককে গ্রেপ্তার করে।

২০১৯ সালের ২৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল খালেকসহ চারজনকে মৃত্যুদণ্ড দেয়।

—ইউএনবি