November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 10th, 2021, 7:05 pm

মানবপাচারের কাহিনি নিয়ে চলচ্চিত্র ‘জলরঙ’

অনলাইন ডেস্ক :

মানবপাচারের করুণ কাহিনি সবারই জানা। এবার সেটি বড় ক্যানভাসে উঠে আসবে ‘জলরঙ’ ছবির মাধ্যমে। এতে প্রথমবার জুটি বাঁধলেন সাইমন সাদিক ও উষ্ণ হক। এটি নির্মাণ করছেন অপূর্ব রানা। শনিবার থেকে গাজীপুরের হোতাপাড়ায় শুরু হয়েছে এর শুটিং। পরিচালক জানালেন, একটি নৌকার নাম থাকে জলরঙ। যে নৌকাটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। বর্তমানে সেই ঐতিহাসিক নৌকাটি ব্যবহার করে একটি চক্র মানবপাচার করছে! গল্পের মূল সূত্রপাত এখান থেকেই। ৯ অক্টোবর উষ্ণকে দিয়ে ‘জলরঙ’ ছবির ক্যামেরা ওপেন হয়। আর ১৪ অক্টোবর থেকে তার সঙ্গে যুক্ত হবেন সাইমন সাদিক। জানিয়েছেন নায়ক নিজেই। প্রথম লটের শুটিং টানা সাতদিন হোতাপাড়ায় হলেও পরের লট শুরু হবে কক্সবাজারের শুঁটকি পল্লীতে। এ ছাড়া সেন্টমার্টিন, বান্দরবান হয়ে মালয়েশিয়াতেও যাবে ‘জলরঙ’ টিম। ছবিটি প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘‘অপূর্ব রানা ভাইকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। গল্পের প্রয়োজনেই তিনি আমাকে নিয়েছেন। আমি এখন ‘নরসুন্দরী’ ছবির শুটিং করছি। এটার কাজ শেষ করেই ‘জলরঙ’-এর শুটিং শুরু করবো।’’ এদিকে গ্ল্যামারহীন গল্পনির্ভর ছবিতে প্রথম অভিনয় করছেন উষ্ণ হক। তিনি বলেন, ‘ছবিটির জন্য মাস খানেক ধরে গ্রুমিং করতে হয়েছে। কক্সবাজারের শুঁটকি পল্লীতে গিয়ে সেখানকার মানুষদের জীবন-যাপনের ওপর ধারণা নিয়েছি। অবশেষে কাজ শুরু করেছি। এতে আমি শিউলিমালা চরিত্রে অভিনয় করছি। চরিত্রটিতে কোনও গ্ল্যামার নেই, তবে অভিনয় করার সুযোগ রয়েছে।’ এএইচএম এনামুল হকের গল্প ‘জলরঙ’ অবলম্বনে একই নামে ২০২০-২১ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ছবিটি। প্রযোজক হিসেবে আছেন দোলোয়ার হোসেন দিলু। ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, খালেদা আক্তার কল্পনা, রাশেদা, মাসুম আজিজ, শতাব্দী ওয়াদুদ, শহিদুল আলম সাচ্চু, জয়রাজ, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, পারভেজ সুমন, শরীফ চৌধুরী, কমল পাটেকর প্রমুখ।