April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 19th, 2022, 9:31 pm

মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আপডেট

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ঘিওরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (৪২) নামের এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মারুফ হোসেনের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ের ইছাইল গ্রামে। তিনি পেশায় চালক ছিলেন।
এর আগে বেলা দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.জাকির হোসেন জানান,দুপুরে ঢাকাগামী চাউল বোঝাই ট্রাকের সাথে পাটুরিয়াগামী পদ্মাদ্রুতিগতি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ট্রাক ও বাসের চালকসহ কমপক্ষে ১০জন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ট্রাক চালকের অবস্থা আশংখ্যাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হলে রাস্তায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দূর্ঘটনার পর প্রায় দুই ঘন্টা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করে। দূর্ঘটনার পর যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এঘটনায় বরংগাইল পুলিশ ফাঁড়িতে মামলার প্রস্তুতি চলছে।