অনলাইন ডেস্ক :
অধিকারবঞ্চিত মানুষের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ছিটমহল’ মুক্তি পায় গত ১৪ জানুয়ারি। এইচ আর হাবিবের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। এটিই বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। ছবিটি দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে চলছে। এ প্রসঙ্গে পিয়া বলেন, ‘করোনার প্রকোপ বেড়েছে। তার মাঝেও ছবিটি দ্বিতীয় সপ্তাহে চলছে। ভালো লাগছে এত বাধা বিপত্তি পেরিয়ে ছবিটি প্রেক্ষাগৃহে এসেছে। এক শ্রেণির দর্শক ছবিটি দেখছে। দর্শকের ইতিবাচক সাড়াও পাচ্ছি।’ পিয়া যোগ করে বলেন, ‘আমি একাধিকবার ছবিটি দেখতে গিয়েছি। হলের পরিবেশ ভালো ছিল। বন্ধুদের নিয়ে দেখতে গিয়েছি বলে ভালো লাগা কাজ করেছে। বড় ব্যাপার হলো ‘ছিটমহল’ তথ্যবহুল ছবি। ছিটমহল বিষয়ক জটিলতা সম্পর্কে অনেকে জানতে পারবে। বিষয়টি নিষ্পত্তি হয়ে গেলেও ইতিহাস জানার জন্য ছবিটি দলিল হিসেবে কাজ করবে।’ ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে পিয়া বলেন, ‘এ ছবিতে একজন বিধবা নারীর চরিত্রে অভিনয় করেছি। অল্প বয়সে বিধবা হয়ে যে ভাইয়ের বাড়িতে থাকা শুরু করে। ব্যতিক্রমধর্মী চরিত্র বলেই এ ছবিতে অভিনয় করতে রাজি হয়েছি। মডেলিংয়ের জন্য দর্শক আমাকে পশ্চিমা পোশাকে দেখে অভ্যস্ত। এখানে তার বিপরীত একটি চরিত্রে দেখার সুযোগ পাচ্ছে।’ জানা গেছে, পঞ্চগড়ের ‘মারেয়া’ ছিটমহলে ছবিটির শুটিং সম্পন্ন হয়। বাংলাদেশ-ভারতের অমীমাংসিত ভূমি নিয়ে জটিলতা ও অধিকারবঞ্চিত মানুষের গল্প ছবিটিতে তুলে ধরা হয়েছে। এ ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সজল, শিমুল খান, ডন প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে ‘ছিটমহল’ প্রেক্ষাগৃহে চলছে। স্বাভাবিকভাবেই দর্শক সংখ্যা কম। এ নিয়ে পিয়া হতাশ নন। তিনি মনে করেন ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত সঠিক। পিয়ার ভাষ্যমতে, প্রায় ছয় বছর আগে ছবিটির কাজ করা হয়। করোনার প্রকোপ তিন বছর হতে চলল। উপযুক্ত সময় না হলেও আমার মতে ছবিটি মুক্তি দেওয়া প্রয়োজন ছিল। এ ছবির দর্শক তারাই যারা কোনো বিষয় গভীরভাবে দেখেন। তাছাড়া হল বন্ধ থাকায় অনেকগুলো ছবি জমে গেছে। ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মের জন্য পিয়ার কাছে প্রচুর প্রস্তাব আসছে। তিনি বিনয়ের সাথে সেগুলো ফিরিয়ে দিচ্ছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই ওটিটিতে কাজের প্রস্তাব পাচ্ছি। এখনো করছি না। যদি সবকিছু মিলে যায় তাহলে করব। অভিনয়ে নিয়মিত নন পিয়া। তবে যে কাজই করেন দর্শক তাকে সাদরে গ্রহণ করে। কাজের ব্যস্ততায় কখনোই অভিনয়ে নিয়মিত হওয়া সম্ভব নয় তার পক্ষে। পেশাদার আইনজীবী হিসেবে ব্যস্ত সময় কাটান পিয়া। সাথে আছে নিজস্ব ব্যবসা ও সংসার। ফ্যাশন মডেলিংয়েও তিনি সরব। আর আছে টুকটাক অভিনয়। সবকিছুর সমন্বয় রহস্য কী জানতে চাইলে পিয়ার হাস্যোজ্জ্বল উত্তর, ‘যখন যে কাজের গুরুত্ব বেশি তখন সে কাজ করি। অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করলে সমন্বয় করা সহজ হয়। অভিনয়ে নিয়মিত না হলেও মাঝে মাঝে পাবেন।’
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ