March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 2nd, 2023, 8:25 pm

মানুষ থেকে ‘নেকড়ে’ হতে ব্যয় ২৪ লাখ টাকা!

অনলাইন ডেস্ক :

এক জাপানি ব্যক্তির শখ হয়েছিল তাকে যেন পা থেকে মাথা পর্যন্ত নেকড়ের মতো দেখায় সেরকম একটি বিশেষ পোশাক বানাবেন। যেই ভাবা সেই কাজ। জিপেট নামে একটি প্রতিষ্ঠান এক পোশাক বানাতে ওই ব্যক্তিকে সহায়তা করেছে। এতে বাংলাদেশি মুদ্রায় খরচ হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেছেন, ‘ছোট বেলা থেকেই বন্য প্রাণীর প্রতি ভালোবাসা রয়েছে। টিভিতে দেখেছি যে, বিভিন্ন প্রাণির মতো দেখতে পোশাক অনেকে হাজির হয়। আমি স্বপ্ন দেখেছি, আমিও একদিন এমন হব।’ পোশাকটি তৈরি করতে ওই ব্যক্তিকে বেশ কয়েক বার জিপেটের স্টুডিওতে যেতে হয়েছে। এ বিষয়ে ওই ব্যক্তি আরও বলেছেন, ‘আমরা একটি নেকড়ের যাবতীয় খুঁটিনাটি আলোচনা করেছি, পরীক্ষা করে দেখেছি এবং অনুসারে পোশাকটিতে যাবতীয় বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।’জিপেট তাদের নিজস্ব টুইটার পেজে ওই ব্যক্তির নেকড়ের কস্টিউম পরা ছবি শেয়ার করেছে। ক্যাপশনে লিখেছে, ‘নেকড়ে পোশাক। আমরা একজন ব্যক্তির অনুরোধে এই নেকড়ের পোশাক তৈরি করেছি। কাঠের নেকড়ের আদলে তৈরি, আমরা বাস্তবসম্মত নেকড়ের মতো দেখেতে একটি পোশাক সম্পূর্ণভাবে প্রস্তুত করেছি।’ এর আগে, জিপেট থেকে এক জাপানি কুকুরের পোশাক বানিয়েছিলেন। কুকুরের মতো দেখতে পোশাকটি বানানোর জন্য খরচ করতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকারও বেশি। যা জাপানি মুদ্রায় প্রায় ২০ লাখ ইয়েন। লেগেছে ৪০ দিনেরও বেশি সময়।