অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে লিভারপুল স্কোয়াডে ফিরেছেন সদ্য আফ্রিকান নেশনস কাপ শেষ করে আসা মোহাম্মদ সালাহ। ম্যাচের শুরু থেকে না থাকলেও ৬০ মিনিটে ফিরমিনহোর বদলি হিসেবে মাঠে নামেন এই মিসরীয় ফরোয়ার্ড। ছয় ম্যাচ পর মোহাম্মদ সালাহ স্কোয়াডে ফিরলেও ফিরেননি আফ্রিকান নেশনস কাপ জেতা সেনেগাল অধিনায়ক সাদিও মানে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইংল্যান্ডে ফেরার কথা মানের। আফ্রিকান নেশনস কাপের ফাইনালে মোহাম্মদ সালাহর মিসরকে টাইব্রেকারে হারিয়ে আফ্রিকান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সাদিও মানের সেনেগাল। প্রথমবারের মত এই শিরোপা জেতায় উল্লাস যেনো বাধভাঙ্গা সেনেগাল ফুটবলারদের। সেনেগালের এই শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন দলের প্রাণভোমরা সাদিও মানে। দেশকে শিরোপা জেতানোর পর উদযাপনে মেতেছেন এই লিভারপুলের ফুটবলার। পাচ্ছেন অগণিত ভালবাসা ও প্রশংসা। যে কারণেই তার ক্লাব লিভারপুলে ফিরতে খানিকটা দেরি করেছেন মানে। মোহাম্মদ সালাহর ফেরার ম্যাচে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। লিভারপুলের জার্সিতে ফিরে গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সালাহ। নষ্ট করেছেন সুবর্ন সুযোগ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা