April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 24th, 2022, 7:48 pm

মারা গেলেন জাপানের প্রথম নারী ফটো সাংবাদিক সুনেকো

অনলাইন ডেস্ক :

জাপানের প্রথম নারী ফটো সাংবাদিক সুনেকো সাসামোটো ১০৭ বছর বয়সে মারা গেছেন। তিনি জাপানের শোওয়া যুগে নাগরিকদের জীবন নিয়ে ছবি তুলে বিখ্যাত হয়েছিলেন। গত ১৫ই আগস্ট তিনি টোকিওর দক্ষিণে অবস্থিত সমুদ্রতীরবর্তী শহর কামাকুরাতে মারা যান। গত মঙ্গলবার তার মৃত্যুর খবর সিএনএন-এর কাছে নিশ্চিত করে ‘জাপান প্রফেশনাল ফটোগ্রাফার্স সোসাইটি’। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। জাপানে ফটো সাংবাদিকতার ইতিহাসের একজন কিংবদন্তী হিসেবে পরিচিত তিনি। ১৯১৪ সালে রাজধানী টোকিওতে জন্মগ্রহণ করেন সুনেকো। এরপর তিনি ইলাস্ট্রেশন নিয়ে পড়াশুনা করেন। গ্রাজুয়েশনের পর তিনি জাপানের ফটো লাইব্রেরীর প্রধান কেনিচি হায়াশির একটি সাক্ষাৎকার নেন সুনেকো। তখনই নিজের ফটো সাংবাদিক হওয়ার আগ্রহের কথা জানান তিনি। এরই প্রেক্ষিতে ১৯৪০ সালে আনুষ্ঠানিকভাবে ফটোগ্রাফিক সোসাইটি অব জাপানে যোগ দেন তিনি। তিনি প্রথম ছবি তোলেন জাপান, জার্মানি ও ইতালি’র মধ্যে হওয়া একটি চুক্তির সময় নারীদের উদযাপনের।তিনি জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা কাভার করেছিলেন। তার দায়িত্ব ছিল মানুষের মধ্যে দেশপ্রেম এবং জাতীয়তাবাদ জাগিয়ে তোলা। যুদ্ধ শেষ হলে তিনি ফ্রিল্যান্সার সাংবাদিক হিসেবে কাজ করতে থাকেন। জাপানের ফ্যাসিজম চলাকালীন নাগরিকদের জীবন তুলে আনতে থাকেন তিনি। ২০১১ সালে তিনি ইয়োশিকাওয়া এইজি কালচারাল এওয়ার্ড এবং ফটোগ্রাফিক সোসাইটি অব জাপান এওয়ার্ড গ্রহণ করেন। তার শেষ জীবনে তিনি জানান, প্রতিদিন বিকালে রেড ওয়াইন এবং প্রতিদিন এক টুকরা চকলেট তার আয়ু এত দীর্ঘ করেছে। তিনি আরও বলতেন, কখনো অলস হওয়া যাবে না এবং জীবনে সবসময় ইতিবাচক থাকতে হবে।