April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 18th, 2022, 7:39 pm

মারিউপোলে আত্মসমর্পণের আল্টিমেটাম প্রত্যাখান ইউক্রেনীয় সেনাদের

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোলে আত্মসমর্পণের যে সময় সীমা বেধে দিয়েছিল রুশ বাহিনী তাতে ইউক্রেনীয় যোদ্ধারা সাড়া দেয়নি। এ পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটিতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

শহরটির টহল পুলিশের প্রধান মিখাইল ভার্শিনিন রবিবার মারিউপোল টেলিভিশনকে বলেছেন, শিশুসহ অনেক মারিউপোল বেসামরিক নাগরিকও আজভস্টাল প্ল্যান্টে আশ্রয় নিচ্ছেন। তারা রাশিয়ান গোলাগুলি থেকে এবং যে কোনও দখলদার রাশিয়ান সৈন্যদের কাছ থেকে লুকিয়ে আছে।

এর আগে জীবন রক্ষার সুযোগ হিসেবে ইউক্রেনের সৈন্যদের রবিবারের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল রাশিয়া।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল এই সপ্তাহে এবিসিকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, আমরা এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ের জন্য লড়াই করব।

তিনি বলেন, ‘ইউক্রেন সম্ভব হলে কূটনীতির মাধ্যমে যুদ্ধের লাগাম টানতে প্রস্তুত, তবে আমাদের আত্মসমর্পণের ইচ্ছা নেই।’

ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু পর মারিউপোলে রাশিয়ার হামলা চলছে এবং এতে হাজার হাজার বেসামরিক নাগরিক মারা গেছে । ইউক্রেনের এই বড় বন্দর নগরীটির পতন আগামী কয়েক দিনের মধ্যে হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদি মারিউপোলের পতন ঘটে, এটি হবে গত দুমাসের যুদ্ধে রাশিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয়।