November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 2nd, 2022, 7:42 pm

মার্কিন নাগরিকের ২০ বছরের কারাদন্ড

অনলাইন ডেস্ক :

রিয়ায় জঙ্গি সংগঠন আইএসের একটি নারী দলকে নেতৃত্বদানকারী মার্কিন নারী অ্যালিসন ফ্লুক একরেনকে ২০ বছরের কারাদন্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। সন্ত্রাসবাদের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাজা ঘোষণা করা হয়েছেচলতি বছরের শুরুর দিকে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। গত মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়েছে বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে খেলাফত ঘোষণা করেছিল আইএস। ২০১৭ সালের শেষ পর্যন্ত ওই এলাকার নিয়ন্ত্রণে ছিল তারা। জঙ্গি সংগঠনটির হয়ে কাজ করতে যুক্তরাষ্ট্র থেকে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফ্লুক একরেন। সিরিয়ায় আটক হওয়ার পর এ বছরের জানুয়ারির শেষের দিকে বিচারের মুখোমুখি করতে তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়।রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ফ্লুক একরেনকে ‘আইএসের সম্রাজ্ঞী’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের অভিযোগ, একরেন নারীদের এমনকি ১০ বছর বয়সি মেয়ে শিশুদের পর্যন্ত অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ দিয়েছেন।কীভাবে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করতে হয় এবং গ্রেনেড ও আত্মঘাতী বোমা বিস্ফোরণ করতে হয়, তা শিখিয়েছেন। কর্তৃপক্ষের ভাষ্য, ৪২ বছর বয়সি এ নারী যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালানোর পরিকল্পনা নিয়েও আলোচনা করেছিলেন।গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্জিনিয়ার ফেডারেল আদালতে শুনানি চলার সময় অ্যালিসন ফ্লুক একরেনও বক্তব্য দিয়েছেন। বলেছেন, নিজের কর্মকান্ডের দায় স্বীকার করছেন তিনি। তবে দীর্ঘ বক্তব্যের বেশির ভাগ সময়জুড়ে নিজের এমন আচরণের পেছনে যৌক্তিকতা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। অপতৎপরতাকে কম করে দেখানোর চেষ্টা করেছেন।