November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 30th, 2023, 8:25 pm

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান ভারতীয় বর্ধন সিং

অনলাইন ডেস্ক :

আগামী ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চান বলে জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক হর্ষ বর্ধন সিং। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পেশায় প্রকৌশলী হর্ষ বর্ধন সিং রিপাবলিকান পার্টির পক্ষে মার্কিন প্রেসিডেন্ট লড়াই করতে চাওয়া তৃতীয় ভারতীয় ব্যক্তি। এর আগে সাউথ ক্যারোলিনা গভর্নর নিকি হ্যালি ও উদ্যোক্তা বিবেক রামাস্বামী একই দল থেকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা এক ভিডিওতে হর্ষ বর্ধন বলেন, আমি একজন আজীবন রিপাবলিকান এবং সবার আগে আমেরিকান রক্ষণশীল, যে কি না নিউজার্সি রিপাবলিকান পার্টির একটি শাখা খুলতে কাজ করেছি। ভিডিওবার্তায় হর্ষ বর্ধন ওষুধ কোম্পানি ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দুর্নীতির কথা তুলে ধরেন।

তিনি বলেন, কোম্পানিগুলো অনবরত আমাদের স্বাধীনতায় আঘাত হেনে চলেছে। প্রকৌশলী হর্ষ বর্ধন বলেন, গত কয়েক বছরে মার্কিন মূল্যাবোধ নিয়ে যা হয়েছে তা থেকে উত্তোরণে শক্তিশালী নেতৃত্ব দরকার। এ কারণেই আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী হয়েছি। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ফেডারেল ইলেকশন কমিশনে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়্যার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হর্ষ বর্ধন। মূল নির্বাচনে প্রার্থী হতে হলে তিন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিককেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই করতে হবে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প।