অনলাইন ডেস্ক :
২০২২ সালের মার্চের ১৭,১৮ ও ২০ তারিখে অজি এবং কিউইদের মাঝে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের এই সিরিজটি অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ওয়েলিংটন ও নেপিয়ারে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তির দল নিউজিল্যান্ডে পাঠাবে না বলে জানিয়েছে। কেননা, একই সময় মার্চ মাসের ৩ থেকে ২৫ তারিখে অজিরা পাকিস্তানের মাটিতেই ৩-ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শেষ করবে অজিরা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়া করে অস্ট্রেলিয়া একবারও হারে নি। গ্রুপ স্টেজে ৫ ম্যাচের ৪ টিতে আর সেমিফাইনাল ও ফাইনালেও তারা জিতে যায় বিপক্ষ দলের বেধে দেয়া রান তাড়া করে। একমাত্র ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ১২৫ রানে অলআউট হয় অজিরা। অপরদিকে, নিউজিল্যান্ডের বিশ্বকাপ যাত্রার শুরু-শেষ কোনোটাই ভালো হয় নি। গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর ফাইনালেও তারা হার মানে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে। মাঝে অবশ্য নিউজিল্যান্ড জিতে যায় ৫ টি ম্যাচ। যার মধ্যে আছে ইংল্যান্ডের বিপক্ষে দূর্দান্ত পারফর্মন্সের মাধ্যমে ম্যাচ বের করে আনা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা