March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 10th, 2022, 7:46 pm

মালদ্বীপে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, ২ বাংলাদেশি থাকার আশঙ্কা

মালদ্বীপের রাজধানীতে বিদেশি শ্রমিকদের আবাসন ভবনে আগুন লেগে ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন, আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরও বলেন, নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। কারণ তাদের নথিপত্র আগুনে পুড়ে গেছে।

তিনি তৈয়ব নামে আহত একজনের পরিচয় নিশ্চিত করেন।

কর্মকর্তা আরও বলেন, ‘আশা করি আহত ব্যক্তির সঙ্গে কথা বলতে পারলে আমরা বিস্তারিত জানতে সক্ষম হব। তিনি এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই।’

মালদ্বীপ পুলিশের মুখপাত্র ইউনুস সোবাহ’র বরাতে এপির প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতের পর ভবনটিতে আগুন লাগে।

মালদ্বীপের ভারতীয় দূতাবাস টুইটারে জানিয়েছে যে নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছে।

সোবাহ বলেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মালদ্বীপে বিপুল সংখ্যক বিদেশি কর্মী নিয়োগ করে, যাদের বেশিরভাগই বাংলাদেশ ও ভারতের। বিশেষ করে রাজধানী মালেতে তাদের থাকার কোয়ার্টারে প্রচন্ড ভিড় থাকে।

—-ইউএনবি