অনলাইন ডেস্ক :
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আসতে আরও দুই বছর বাকি। তারপরও এত আগেই মাশরাফি মুর্তজাকে মেন্টর হওয়ার প্রস্তাব দিয়ে রাখলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের এমন প্রস্তাবে মাশরাফি জানিয়েছেন, দেশের স্বার্থে না বলা কঠিন। মহেন্দ্র সিং ধোনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। তারপরও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর হয়েছেন। ধোনি ভারতের বিশ্বকাপে যোগ দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছিল বাংলাদেশের মেন্টর হিসেবে মাশরাফিকে দেখার। এবার দাবিটা তামিম নিজেই তুললেন। ‘দ্য তামিম ইকবাল শো’তে বাঁহাতি ওপেনারের প্রশ্ন ছিল, তিনি যদি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অধিনায়ক থাকেন এবং যদি মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয় তাহলে কী করবেন মাশরাফি? বাংলাদেশের সফলতম অধিনায়ক বলেছেন, দেশের প্রয়োজনে কোনও কিছুতে ‘না’ নেই তার। মাশরাফির ভাষায়, ‘সত্যি বলতে দেশের জন্য কোনও কিছুতে না করা আমার জন্য কঠিন। তবে মেন্টর এখন লাগবে বলে আমার কাছে মনে হয় না। এখন এটার দরকার নেই। তবে দেশের জন্য দরকার হলে আমার ক্ষেত্রে না বলা সত্যি কঠিন।’ এরপরই তামিম বলেছেন, ‘আমি যদি ২০২৩ বিশ্বকাপে অধিনায়ক থাকি, বোর্ড যদি রাজি থাকে, আপনি যদি রাজি হন তাহলে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে আপনাকে বাংলাদেশের মেন্টর হিসেবে চাই।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা