বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ঢাকার বাড়িতে একটি কাচের টেবিলে ধাক্কা লেগে বাজেভাবে কেটে যাওয়ার কারণে তার বাঁ পায়ে ২৭টি সেলাই দেয়া হয়েছে।
সূত্র জানায়, শনিবার বাসার একটি কাচের শো কেসের সঙ্গে মাশরাফির ধাক্কা লাগে। এসময় ওপর থেকে তার পায়ের পেছন দিকে গ্লাস ছিটকে এসে আঘাত করে। এতে তার পা কেটে যায়।
তাৎক্ষণিকভাবে মাশরাফিকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়, সেখানে তার বাঁ পায়ে ২৭টি সেলাই দেয়া হয়।
এই পেসার কবে আবার খেলার জন্য ফিট হবেন তা এখনও স্পষ্ট জানা যায়নি।
অধিনায়ক হিসেবে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেন মাশরাফি। খেলায় তার দল রানার্স আপ হয়।
—ইউএনবি
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা