অনলাইন ডেস্ক :
কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘মায়ার জঞ্জাল’। বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ২০২০ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবার বাংলাদেশে আসছে সিনেমাটি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে থাকছে মায়ার জঞ্জালসহ ২১টি চলচ্চিত্র। ২২ জানুয়ারি ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগারে প্রদর্শিত হবে ‘মায়ার জঞ্জাল’। আর এ উপলক্ষে কলকাতা থেকে ঢাকা আসছেন এই চলচ্চিত্রের পরিচালক ও অভিনেতারা। বাংলাদেশ অংশের চিত্রনাট্যটির প্রযোজক জসিম আহমেদ জানিয়েছেন, এই উৎসবে তাদের ছবির ঢাকা প্রিমিয়ার হবে। এজন্য উপস্থিত থাকবেন ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসু, অপি করিম ও পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীসহ পুরো টিম। এদিকে ‘মায়ার জঞ্জাল’ ছবিটির গল্প মূলত কলকাতার একটি পরিবারকে কেন্দ্র করে। যেখানে স্বামী-সন্তান নিয়ে সংসার সোমা নামের একটি মেয়ে। তার স্বামী বেকার। সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াতে একজন বর্ষীয়ান মানুষের বাড়ি কাজ করে সোমা। সোমার স্বামী চাঁদু গরিব শ্রমিক। সে বউকে লোকের বাড়ির কাজ থেকে মুক্ত করতে চায়। একসময় চাঁদুর সঙ্গে দেখা হয় এক চোরের। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প এক বিন্দুতে এসে মেশে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ