জেলা প্রতিনিধি, রংপুর (মিঠাপুকুর):
মিঠাপুকুর উপজেলার ১৭ নং ইমাদপুরে ইউনিয়নের তালপট্টি গ্রামের ঘাঘট নদীর কুল ঘেসে সহায় সম্বলহীন দরিদ্র কৃষক আব্দুস সত্তার(৫৫) স্ত্রী সন্তান নিয়ে একটি ঘরে বসবাস করে আসছে। নদী ভাঙ্গনের করাল গ্রাসে শেষ আশ্রয়ের বসতঘরটি বিলীন হওয়ার পথে।
তদুপরি নিরাপদ বাসস্থানের আকাঙ্খায় মাতৃ সূত্রে পাওয়া ৩৯ শতাংশ জমিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে একটি বসতঘর সহ ৮০ টি মেহগনির চারা রোপণ করে। এমতাবস্তায় নির্মাণাধীন বাড়ি ভাঙচুর সহ দুমড়ে মুছরে রোপনকৃত গাছ উচ্ছেদ করে নিজের দখল দাবী করে তারই প্রতিপক্ষ নিকট আত্মীয় স্বজনরা।
বিষয়টি নিয়ে দফায় দফায় ৩ বার মিটিং হলেও সাত্তারের ন্যায্য জমিটির দখল ছেড়ে দিচ্ছে না বলে জানান ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশীদ।
এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজনকে অভিযুক্ত করে বৈরাতীহাট পুলিশ তদন্তকেন্দ্রে ভূক্তভূগী পরিবার একটি অভিযোগ দায়ের করেন।
তারা হলেন, বদিয়াজ্জামান,শাহজামাল,আলম,খালেক, বাদশা,ময়েনউদ্দিন প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা।তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (এসআই) মামুন উর রশীদ বলেন, প্রতিপক্ষ বাইরে অবস্থান করায় আপাতত স্থগিত রয়েছে নিকট ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি