অনলাইন ডেস্ক :
বাণিজ্যিক ঘরানার বাইরে প্রথমবার একটি সিনেমা নির্মাণ করেছেন ইস্পাহানি আরিফ জাহান। আনিসুল হকের গল্পে ‘হৃদিতা’ সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। এতে নাম ভূমিকায় আছেন পূজা চেরি। পূজার বিপরীতে ‘হৃদিতা’ সিনেমায় অভিনয় করেছেন এ বি এম সুমন। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিল সিনেমাটি। নতুন খবর হলো- মুক্তির অনুমতি পেয়েছে ‘হৃদিতা’। ১৭ মার্চ বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। প্রদর্শনের পর সিনেমাটির প্রশংসা করেছেন বোর্ডের সদস্যরা। এমনটাই জানিয়েছেন নির্মাতা। তিনি বলেন, সেন্সর বোর্ডের সদস্যরা বলেছেন, আমার সিনেমায় কোনো সমস্যা নেই। শুক্রবার আমি সেন্সর সনদ হাতে পেয়েছি। মুক্তির পরিকল্পনা জানতে চাইলে নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান বলেন, দুই ঈদের মাঝের কোনো একটা সময়ে ‘হৃদিতা’ মুক্তি দেব। ঈদে অনেক সিনেমা মুক্তির প্রতিযোগিতা থাকে। তাছাড়া হল সংখ্যার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। এসব কারণে ঝুঁকি নিতে চাচ্ছি না। এ সিনেমার প্রশংসা করেছেন সেন্সর বোর্ডের সদস্য চিত্রনায়িকা অঞ্জনা। তিনি বলেন, হৃদিতা সিনেমাটি খুব ভালো লেগেছে। নির্মাণও সুন্দর ছিল। পূজা চেরি ও এবিএম সুমনের অভিনয় বেশ ভালো ছিল। সিনেমাটি দেখে আমাদের খুব ভালো লেগেছে। সিনেমাটি নিয়ে নির্মাতা প্রত্যাশা বেশ। সুনামগঞ্জের হাওরে গানের চিত্রায়ণের মাধ্যমে শেষ হয়েছিল এ সিনেমার শুটিং।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ