চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের অপকর্মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন-অর-রশিদ।
তিনি বলেন, ‘মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ আমরা তদন্ত করছি, তার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।’
সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিবি প্রধান আরও জানান, মিল্টন তার বৃদ্ধাশ্রমে থাকা ব্যক্তিদের নিয়ে ভিডিও চিত্র তৈরি করে অর্থ উপার্জন করতেন কিন্তু এই টাকা তিনি তাদের জন্য ব্যয় করেননি।
সারাদেশে মিল্টনের অনেক সহযোগী রয়েছে যারা অসুস্থ শিশু, বৃদ্ধ ও পক্ষাঘাতগ্রস্ত লোকদের তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেন্টারে নিয়ে আসত।
ডিবি প্রধান বলেন, স্বজনদের ফেলে পালিয়ে গেছে এমন লোকদের তারা নিয়ে আসত। এই সুযোগ নিয়েছেন মিল্টন। কেউ মারা গেলেও মিল্টন থানায় জানানোর উদ্যোগ নেননি। এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে নেননি।
তিনি আরও বলেন, ‘আশা করছি, আমরা তার কাছ থেকে আরও তথ্য পাব।’
বুধবার ঢাকার মিরপুর এলাকা থেকে মিল্টনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এর আগে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
বিভিন্ন পুরস্কারের মাধ্যমে জনসেবার স্বীকৃতি পাওয়া সমাদ্দার বড় ধরনের অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইলে অসহায়দের জন্য বৃদ্ধাশ্রম তৈরি এবং গৃহহীনদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কথা প্রচার করা হলেও, তার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ সামনে এসেছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের অবৈধ বাণিজ্য, বিশেষ করে কিডনি কাটা ও বিক্রি করা।
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম