November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 26th, 2021, 7:28 pm

মিশরে ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য, লেখকের কারাদন্ড

অনলাইন ডেস্ক :

ইসলামের বিজয় নিয়ে বিতর্কিত কথা বলার দায়ে মিশরে একজন লেখককে পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। ৮০ বছর বয়সী আহমেদ আবদু মাহের সে দেশের নামকরা আইনজীবী এবং ইসলামের ইতিহাস বিষয়ক ১৪টি বইয়ের লেখক। তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ইসলাম অবমাননা, সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টি করা এবং জাতীয় ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়ানোর দায়ে। সপ্তম এবং অষ্টম শতাব্দীর আরব বিজয় সম্পর্কে মাহের যে ধারণা দিয়েছেন, সেটাই তার প্রধান অপরাধ। সাজাপ্রাপ্ত লেখক আহমেদ আবদু মাহের মনে করেন, ইসলাম প্রচার ও প্রসারের ফলে ধর্ষণ এবং ধর্ষণের লালসা কমেছে। তবে, ইসলাম প্রচারকরা আরও বেশি উন্নত সমাজকে উৎখাত ও প্রতিস্থাপন করেছিল। আহমেদ আবদু মাহের তার অনেক বক্তৃতা, লেখা এবং টেলিভিশনে আলাপচারিতায়ও বিতর্কিত দাবি করেছেন। তিনি বলেছেন, ইসলামের প্রাথমিক বিজয়গুলো ছিল সামরিক আক্রমণ। মিশরের শীর্ষস্থানীয় ইসলামিক প্রতিষ্ঠান আল-আজহারকে হযরত মুহাম্মদ (সা.) এর সাহাবীদের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন। মাহের মনে করেন, মুসলিমদের ওই সব যুদ্ধের লক্ষ্য ছিল ইসলাম প্রচারের পরিবর্তে নারীদের দাস বানানো। সূত্র: মিডল ইস্ট ফোরাম।