অনলাইন ডেস্ক :
মিসরের কায়রোর কাছে নীল নদে নৌকাডুবির ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নৌকাটিতে মোট ১৫ জন ছিলেন। তারা সকলেই শ্রমিক বলে জানা গেছে। তারা দৈনিক অর্থের চুক্তিতে কাজ করতেন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কায়রোর কাছে রোববার নৌকাটি ডুবে যায় এবং ১০ নিহত হন। কয়েক ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলে এবং উদ্ধারকারী দল পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। শ্রমিকরা একটি স্থানীয় নির্মাণ সংস্থায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তখন এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাদ্যম জানিয়েছেন, উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা ধরে উদ্ধারের কাজ করেন নদীর তীরে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও গ্রামবাসীরা। মিসরের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবারকে মিসরের মুদ্রায় দুই লাখ পাউন্ড বা পাঁচ হাজার ৯৫৭ ইউরো দেয়া হবে (প্রায় বাংলাদেশি টাকায় সাত লাখ নয় হাজার)। আহতরা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা পাবেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বেশি মানুষ থাকায় নৌকাটি ডুবে যায়। তবে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সুরক্ষা সংক্রান্ত বিধি সঠিকভাবে না মানায় মিসরে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু