November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 11th, 2022, 7:14 pm

‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ বিজয়ী পারিছা

অনলাইন ডেস্ক :

‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ বাংলাদেশ-২০২১ বিজয়ী হলেন তাসনিয়া তাবাচ্ছুম পারিছা। গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে বিজয়ীর মাথায় ক্রাউন পরে দেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। দ্বিতীয় রানারআপ হয়েছেন নির্জন মোমিন, তৃতীয় হয়েছেন রুমানা হক। গ্র্যান্ড ফিনালের বিচারকের আসনে ছিলেন দিলারা জামান, কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেত্রী রোজিনা, অভিনেতা আফরান নিশো, আফজার পরশিয়া, সিলভি মাহমুদ, তৌহিদা আফরোজ, মেসবাউল আলম সাজু, ইভান শাহরিয়ার, ডনসন ড্যানি। রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিউনিকেশন্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। বিজয়ী পারিছা জানান, তিনি বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করছেন। পাশাপাশি ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল ডান্স এবং সংগীত রপ্ত করেছেন। নানান প্রতিবন্ধকতা পেরিয়ে জয় করেছে নিয়েছেন বিজয়ী মুকুট। সামনে দিনগুলোতে দেশের অবহেলা নারীদের নিয়ে কাজ করতে চান তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ বলেন, বডি সেমিংয়ের ব্যাপারটি কিন্তু আমাদের সমাজে বিরাজমান। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের এই ধরনের আয়োজন দরকার। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা উদ্যোক্তা, ছাত্রী, সিঙ্গেল মাদার, শিল্পীসহ আরও অনেক কিছু পেয়েছি। তারা সবাই শিক্ষিত। তাদের সবার মধ্যে এগিয়ে যাওয়ার একটা বড় মানসিকতা রয়েছে। আয়োজক মালা খন্দকার বলেন, ‘বডি শেমিং বন্ধ করো’ স্লোগান ধারণ করে খানিকটা পৃথুলা নারীদের আত্মবিশ্বাস পুনরুদ্ধারের জন্য প্রথমবারের মতো দেশে আয়োজন করা হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’ প্রতিযোগিতা। এটি কেবল সৌন্দর্য প্রতিযোগিতাই নয়, স্বাস্থ্যবতী নারীদের নিজেদের ক্ষমতা ও শক্তি উপলব্ধির মাধ্যমও। বডি শেমিং বন্ধ করা এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। জানা যায়, বিজয়ী পারিছা এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্রে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস’র মঞ্চে অংশ নেবেন।