November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, June 19th, 2021, 12:54 pm

মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধে সদস্য দেশগুলোর প্রতি জাতিসংঘের আহ্বান

ফাইল ছবি

বাসস :

জাতিসংঘ সাধারণ পরিষদ মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি শুক্রবার আহ্বান জানিয়েছে। আর এটি সংঘাতপূর্ণ দেশটির সামরিক জান্তা সরকারকে নিন্দা জানিয়ে গ্রহণ করা বাধ্যবাধকতা না থাকা একটি প্রস্তাবের অংশ। খবর এএফপি’র।
জাতিসংঘের সদস্যভূক্ত ১১৯ টি দেশের সমর্থনে প্রস্তাবটি অনুমোদিত হয়। মিয়ানমারের প্রধান মিত্র দেশ চীনসহ ৩৬ টি দেশ এ বিষয়ে ভোটদানে বিরত থাকে। এদিকে কেবলমাত্র একটি দেশ বেলারুশ এ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশের পরিস্থিতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক আলোচনার দিনই এ ভোটাভুটি হয়। মিয়ানমারের সামরিক বাহিনী গত ১ ফেব্রুয়ারি দেশটির বেসামরিক নেতা অং সান সুচিকে ক্ষমতাচ্যূত করে।