April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 15th, 2023, 3:47 pm

মুক্তাগাছায় দীপ্র বায়ান্ন নিয়ে বই কথা আলোচনা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

ময়মনসিংহের মুক্তাগাছায় দেশ এবং দেশের বাইরে অবস্থানরত বাংলাভাষার ৫২ জন কবির কবিতা নিয়ে প্রকাশিত একুশের সংকলন ‘দীপ্র বায়ান্ন’ কাব্যগ্রন্থের ওপর বই কথা শীরোনামে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আঞ্চলিক সমবায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দীপ্র বায়ান্নের প্রবাসী সম্পাদক কবি ডা. ফারুক আজম।

অনুসর্গের আয়োজনে দীপ্র বায়ান্নের অপর সম্পাদক কবি ও নাট্যকার মিহির হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী, নাট্যজন ড. ভাস্বর । বিশেষ অতিথি ছিলেন কবি ও স্বনামধন্য সংগঠক মাহমুদ কামাল ও কবি লায়ন এমএ রশিদ। বই কথা আলোচনায় অংশ নেন কবি নাসির মামুন, কবি আল মাকসুদ এবং কবি কুশল ভৌমিক।

দীপ্র বায়ান্ন বই থেকে কবি ফারুক আজম ও কবি লায়লা ফারজানার কবিতা আবৃত্তি করেন তাবাসসুম তিথি ও ইফসানুর রশিদ।

দেশের ও দেশের বাইরে অবস্থান করা বাংলা ভাষার ৫২ জন কবির ৫২টি কবিতা নিয়ে দীপ্র বায়ান্ন সংকলনটি যৌথভাবে সম্পাদনা করেন ডা. ফারুক আজম ও মিহির হারুন।

অনুষ্ঠানে, লেখক, নাট্যশিল্পী, শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ নেন।