April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 14th, 2022, 6:25 pm

মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ সরকারের নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার  (১৪ সেপ্টেম্বর) মুক্তাগাছা আব্বাছিয়া কামিল ( স্নাতকোত্তর) মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করা হয়। ঊক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেন, “বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যার মধ্য দিয়ে দেশ নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী চক্র। ভাগ্যক্রমে জাতির পিতার দুই মেয়ে বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তিনি ইসলাম প্রচারের জন্য কাজ করে যাচ্ছেন। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। সারাদেশে ১৪ শ আধুনিক দৃষ্টিনন্দন মসজিদ ও হাজার হাজার মাদ্রাসা নির্মাণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করে যাচ্ছেন। এই উন্নয়ন অব্যহত রাখতে নৌকায় ভোট দেয়ার জন্য নবীন ভোটারদের প্রতি তিনি আহবান জানান।”
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সবুর মাস্টারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ময়মনসিংহ মোঃ ইউসুফ আলী,উপজেলা আওয়ামীলেিগর সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ার ও শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ আরব আলী, সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন। এছাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মতিউর রহমান ও সহকারী অধ্যাপক মোঃ আইয়ুব খান এতে বক্তব্য রাখেন।
এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও বিশিষ্ট গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।