নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এইচডিইউ ক্যাথল্যাবে এসি বিস্ফোরণে ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মনিকা পেরারা (৪০), নার্স মেরি আক্তার (৩৫), রুমি খাতুন (৩১), ওয়ার্ড বয় নাজমুল হোসেন (২১) ও জহিরুল হক (৩০)। বিস্ফোরণে আহত হয়েছেন- টিকা নিতে আসা সাইদুল ইসলাম (৩৮), মেডিকেল রিপ্রেজেনটেটিভ ওমর ফারুক (৩০), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স শাহীনা আক্তার (৪০) ও ওয়ার্ড বয় আলমগীর হোসেন (২৮)। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব আহসান জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের হঠাৎ এসি বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে আমাদের এখানে নয়জন এসেছেন। তাদের মধ্যে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এসি বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে মোট নয়জন এসেছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম