অনলাইন ডেস্ক :
বিপিএল শেষ হতেই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান দল। সফরে তিনটি ওয়ানডে ও সামান টি-টোয়েন্টি খেলবে দুই দল। ওই সিরিজের আগেই মুজিব উর রহমানের বোলিং সম্পর্কে ধারণা নিতে চান নুরুল হাসান সোহান। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) এমনটাই জানিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। যাতে বাংলাদেশের ‘লাভ’ দেখছেন তিনি। ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাতে চলে এসেছেন আফগান স্পিনার। যদিও দলের তাঁবুতে এখনও যোগ দেননি তিনি। বুধবার করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়ে অপেক্ষায় আছেন ফলাফলের। করোনা নেগেটিভ হওয়া সাপেক্ষে দলের সঙ্গে যোগ দেবেন এই স্পিনার। বরিশালের তাঁবুতে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা মুজিব আগামী একমাস সাকিব-নুরুলদের সতীর্থ। এই একমাসে মুজিবের অফ স্পিনে অভ্যস্ত হওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা। এ প্রসঙ্গে বরিশালের উইকেটকিপার ব্যাটার বলেছেন, ‘অবশ্যই চাইবো যে তাকে যেন নেটে বেশি বেশি খেলতে পারি। তাহলে হয়তো আমাদের ব্যাটার যারা আছেন, তাদের জন্য অনেকটা সহজ হবে। তার বোলিংটা সম্পর্কে সবার একটা ধারণা থাকবে।’ আফগানিস্তান সিরিজে বিপিএল প্রভাব রাখতে পারবে বলে মনে করেন সোহান, ‘বিপিএল হলে বাইরের অনেক ক্রিকেটার এসে খেলেন। আমরা একসঙ্গে খেলতে পারছি। আন্তর্জাতিক ক্রিকেটের যে প্রতিযোগিতা থাকে, সেটা বিপিএলে পাওয়া যায়। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ সঙ্গে যোগ করেছেন, ‘এই মৌসুমে আমাদের সাদা বলে, লাল বলে অনেক খেলা আছে। আর যেহেতু বিপিএলের পরেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে, এখান থেকে আমরা যতটা আত্মবিশ্বাস নেওয়ার নিতে পারবো। যদি সেটা করতে পারি, তাহলে আফগানিস্তান সিরিজ আমাদের অনেক ভালো হবে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা