November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 22nd, 2022, 1:15 pm

মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭, আহত ১৫

অনলাইন ডেস্ক :
ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের একটি ২০তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকালের এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সকাল ৭টার দিকে নগরীর টারদেও এলাকায় গান্ধী হাসপাতালের বিপরীত দিকের কমলা ভবনের ১৮তলায় আগুনের সূত্রপাত হয়।

মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার বার্তা সংস্থা এএনআইকে জানান, ছয় জন বয়স্ক লোক ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের অক্সিজেন সাপোর্ট দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু প্রচুর ধোঁয়া রয়ে গেছে। সবাইকে উদ্ধার করা হয়েছে।”

খবর পাওয়ার পর দমকল কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয়।

নগর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, এটিকে লেভেল-৩ (বড় ধরনের) আগুন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৩টি ফায়ার ইঞ্জিন ও সাতটি ওয়াটার জেটি কাজে লাগানো হয়েছে।

আহতদের সবাইকে নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নায়ার হাসপাতালে পাঁচ জন, কস্তুরবা হাসপাতালে একজন ও ভাটিয়া হাসপাতালে আরেকজনরে মৃত্যু হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

(সূত্র: বিডি নিউজ ২৪ ডটকম)