November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 1st, 2022, 7:49 pm

‘মুসা’ ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প

অনলাইন ডেস্ক :

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে জনপ্রিয় নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল নির্মাণ করেছেন তারকাবহুল দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মুসা’। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নতুন এই ধারাবাহিকের নির্মাণকাজ শেষ হয়েছে। নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। নির্মাতা জানান, আজ মঙ্গলবার থেকে তার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় তারকাবহুল এই ধারাবাহিক নাটকটি বৈশাখী টিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শম্পা রেজা, শামীমা নাজনীন, সুব্রত, মিলন ভট্টাচার্য, ইমতু রাতিশ, সাব্বির আহমেদ, আবু হুরায়রা তানভীর, নাইরুজ সিফাত, জেবা জান্নাত, কাজী রাজু, মাসুদ রানা মিঠু, হান্নান শেলী, আইরিন ইরানী, রুশো শেখ, তানহা নোফা, ববিতা ইসলাম আফিয়া প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা-অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল। নতুন ধারাবাহিক প্রসঙ্গে দোদুল বলেন, ঢাকা শহরে প্রতিনিয়ত বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। মাদক ডিলিং, খুন, এলাকার নিয়ন্ত্রণ ও পক্ষ-বিপক্ষের বিবাদ। সিন্ডিকেট নিয়ন্ত্রণ, পারিবারিক শত্রুতা। ভাই ভাইকে হত্যা, স্বামী-স্ত্রীর সংঘাত―সব কিছুর জন্য দায়ী ক্ষমতা। সবাই পাওয়ার চায়। ক্ষমতার লোভে রক্তের সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকে না। স্বার্থের জন্য ছিন্ন হয়ে যায় সব ধরনের সম্পর্ক। মাফিয়ারা নিয়ন্ত্রণ করে রাজনীতি। মানুষের কল্যাণের জন্য, মানুষকে ভালোবাসার জন্য কেউ নেই। আছে শুধু রক্তের হোলি, হানাহানি, ক্ষমতার দম্ভ। আরো আছে রাজনীতিকে মানুষের বিরুদ্ধে ব্যবহার করা। তিনি আরো বলেন, “মুসা সব অনিয়ম রুখতে গিয়ে নিজেই পরিণত হয় গ্যাংস্টারে। তার হাতেও রক্তের অভিষেক হয়। শুরু হয় রাজধানী দখলের খেলা। সবাই এখানে খেলোয়াড়। হারতে চায় না কেউ-ই, সবাই চায় জয়ী হতে। ঢাকার মানচিত্র টুকরো টুকরো হয়ে যায়। দিনরাত ২৪ ঘণ্টা সদা সতর্ক ঢাকা। কখন কী হয় বলা মুশকিল। যেকোনো মুহূর্তে বিপদ হতে পারে, ঢাকার মানচিত্রের কোনো অংশ বা পুরো ঢাকা রক্তাক্ত হতে পারে। প্রতিনিয়ত তা-ই হচ্ছে। শ্রমিকের ঘাম, মেহনতি মানুষের শ্রম, ধনীর অর্থ―কোনোটাই নিরাপদ নয়। রাজধানীর সঙ্গে ভয়ংকরভাবে জড়িয়ে যাচ্ছে ৬৪ জেলা ও দেশের বাইরের অংশ। ঢাকার এমন অস্বাভাবিক খেলা নিয়েই তৈরি হয়েছে ‘মুসা’ নামের ক্রাইম থ্রিলার ধরাবাহিকের অবয়ব। আশা করি, ব্যতিক্রম গল্পের নতুন এই ধারাবাহিকটি সবার ভালো লাগবে। ”