November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 9th, 2022, 8:13 pm

মূল দলের আগে বাংলাদেশে আসছে ভারতের ‘এ’ দল

অনলাইন ডেস্ক :

আগামী ১ ডিসেম্বর দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসছে রোহিত শর্মারা। তার আগে অবশ্য ভারতের ‘এ’ দল বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সফরকারীরা দুটি চারদিনের ম্যাচ খেলবে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে তারা। সফরে দুটি চারদিনের ম্যাচ কোন ভেন্যুতে খেলা হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। প্রথম চারদিনের ম্যাচটি গড়াবে ২৯ নভেম্বর। দ্বিতীয় চারদিনের ম্যাচ গড়াবে ৬ ডিসেম্বর। তবে জানা গেছে, প্রথমটি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারত ‘এ’ দলের সিরিজ চলা অবস্থাতেই রোহিত শর্মারা বাংলাদেশ সফরে আসবেন। সফরে তারা তিনটি ওয়ানডে ছাড়াও দুটি টেস্ট খেলবেন। ওয়ানডেগুলো সুপার লিগের অংশ না হলেও টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ইতোমধ্যে দুই ফরম্যাটের জন্য ভারত শক্তিশালী দল গঠন করেছে। আগামী বছর ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ; বলা চলে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলের বিশ্বকাপ মিশন শুরু হবে এই সিরিজ থেকেই। বাংলাদেশ-ভারতের সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১ ডিসেম্বর ঢাকায় পা রেখে ৩ দিন বিশ্রাম নিয়ে ৪ ডিসেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে দুই দল। সিরিজের শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। বন্দরনগরী চট্টগ্রামে হবে দুই দলের প্রথম টেস্ট। ১৪ থেকে ১৮ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ঢাকায় ২২ থেকে ২৬ ডিসেম্বর।