November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 11th, 2022, 8:29 pm

মেক্সিকোতে নিজ কার্যালয়ে সাংবাদিককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :

মেক্সিকোর দক্ষিণের রাজ্য ওক্সাকাতে হিবার লোপেজ নামে এক সাংবাদিককে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওক্সাকার প্রসিকিউটর আর্তোরো পেইমবার্ট কেলভো মেক্সিকোর মিলেনিও টিভিকে জানিয়েছেন, অনলাইন বার্তা সংস্থা নোটিসিয়াস ওয়েবের পরিচালক বৃহস্পতিবার নিজ কার্যালয়ে কাজে নিমগ্ন ছিলেন। এমন সময় একদল দুর্বৃত্ত এসে তাকে গুলি করে হত্যা করে। নোটিসিয়াস ওয়েবের কার্যালয়টি ওক্সাকার বন্দরনগরী সেলিনা ক্রুজে অবস্থিত। চলতি বছর জানুয়ারিতে চার জন সাংবাদিককে হত্যা করার পর গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা জোরদার করার দাবি যখন জোরালো হচ্ছে, তার মধ্যেই এই হত্যাকা-ের ঘটনাটি ঘটল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান, বার্তা সংস্থা রয়টার্স। আর্তোরো পেইমবার্ট কেলভো বলেন, কারা এই দুর্বৃত্ত তা পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি। তবে সন্দেহভাজন দুজনকে আটক করে তারা হাজতে রেখেছে। গত ৩১ জানুয়ারি অনলাইন পোর্টাল মনিটর মিচোয়াকানের ভিডিও এডিটর রবার্তো টোলেডোকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি তখন জিটাকুয়ারোতে একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার আগে তিজুয়ানা শহরের সীমান্তে লুডেস মালডোনাডো লোপেজকে নিজের গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাকেও গুলি করে হত্যা করা হয়েছিল। অপরাধবিষয়ক আলোকচিত্রী মার্গারিটো মার্টিনেজকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। গত সোমবার ভেরাক্রুজ প্রদেশের গালফ উপসাগরের তীরে গুলি করে হত্যা করা প্রতিবেদক হোসে লুইস গাম্বোয়াকে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নোটিসিয়াস ওয়েবের পরিচালক হিবার লোপেজকে ২০১৯ সালেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তিনি স্থানীয় সরকার রাজনীতি ও দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করতেন বলে জানিয়েছেন আরসিপি নোটিসিয়াসের পরিচালক রোডলফো ক্যানসেকো। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর নানা দুর্নীতি ও অনিয়মের খবর সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তিনি সংবাদমাধ্যমের প্রতি উষ্মা প্রকাশ করেছেন। তারপরই একের পর এক হত্যাকা- ঘটছে। যুক্তরাষ্ট্রের সিনেটর টিম কাইন এবং মার্কো রুবিও মেক্সিকোর সাংবাদিকদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রতি। মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯- এর পরিসংখ্যান বলছে, গত ২০০০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ১৪৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে মেক্সিকোতে।