November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 5th, 2022, 8:10 pm

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক

ভোলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে চার ট্রলারসহ ৪৫ জন জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে মৎস্য বিভাগ ও পুলিশ।

আটকদের মধ্যে ১৫ জনকে কারাদণ্ড ও ১৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, তার নেতৃত্বে ভোলায় ইলিশা ও কাচিয়া এলাকার মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও পুলিশ অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করার সময় ১০টি ট্রলারসহ ২৯ জেলেকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল,দুটি বেহুন্দি জাল ও প্রায় এক মণ মাছ জব্দ করা হয়।

তিনি জানান, আটক জেলেদের মধ্যে ১৫ জনকে ২০ দিনের কারাদণ্ড ও ১৪ জনকে জরিমানা করেন ভ্রামাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালে আহমেদ।

এছাড়া তজুমদ্দিন উপজেলায় আটক তিন জেলেকে জরিমানা ও চরফ্যাশন উপজেলার ১৬ জেলেকে আটক করায় হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।

উল্লেখ্য, ইলিশসহ সব মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলার ১৯০ কিলোমিটার এলাকার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভয়াশ্রম ঘোষণা করে ১ মার্চ থেকে ৩১ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য বিভাগ।

–ইউএনবি