November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 7th, 2023, 8:55 pm

মেটার থ্রেডসকে মামলার হুমকি দিয়েছে টুইটার

অনলাইন ডেস্ক :

টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী মেটার থ্রেডস অ্যাপ লঞ্চের পর মেটাকে মামলার হুমকি দিয়েছে টুইটার। তাদের অভিযোগ মেটার নতুন অ্যাপ থ্রেডস অনেকটাই টুইটারের কপি। বোঝা যাচ্ছে অ্যাপটিকে বেশ প্রতিযোগিতামূলক হিসেবে দেখছে টুইটার। সিএনএন জানিয়েছে, গত বুধবার টুইটার প্রধান ইলন মাস্কের একজন আইনজীবী অ্যালেক্স স্পিরো মেটা সিইও মার্ক জুকারবার্গকে একটি চিঠি পাঠিয়েছেন যাতে প্রাক্তন টুইটার কর্মচারীদের মেটায় নিয়োগ প্রদানের মাধ্যমে বাণিজ্যের গোপন তথ্য চুরির জন্য মেটাকে অভিযুক্ত করা হয়। এই চিঠিতে অভিযোগ করা হয় মেটা টুইটারের বাণিজ্য গোপনীয়তা এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তির পদ্ধতিগত, ইচ্ছাকৃত এবং বেআইনি অপপ্রয়োগে জড়িত।

চিঠির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইলন মাস্ক টুইট করে জানান, প্রতিযোগিতা ভাল, প্রতারণা নয়। চিঠিতে বলা হয়েছে, মেটা প্রাক্তন টুইটার কর্মচারীদের নিয়োগ করেছে যারা অন্যায়ভাবে টুইটার নথি এবং ইলেকট্রনিক ডিভাইস সমূহ ধরে রেখেছে। মেটা ইচ্ছাকৃতভাবে এই কর্মীদের থ্রেড তৈরিতে যুক্ত করেছে। চিঠিতে বলা হয়, টুইটার তার বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার কঠোরভাবে প্রয়োগ করতে চায়। তবে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন স্পষ্টভাবে চিঠিটি খারিজ করেছেন। তিনি বলেন, থ্রেডস ইঞ্জিনিয়ারিং টিমের কেউ প্রাক্তন টুইটার কর্মী নয় এবং এটি কেবল একার জিনিস নয়।

থ্রেডস লঞ্চের আগে থেকেই ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। লঞ্চের পর অল্প সময়েই রেকর্ড ৩ কোটি ব্যবহারকারী অ্যাপটিতে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের রিচমন্ড বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক কার্ল টোবিয়াস বলেছেন, আইনি হুমকি অগত্যা মামলার দিকে নিয়ে যেতে পারে না তবে এটি মেটাকে ধীর করার একটি কৌশলের অংশ হতে পারে।