May 1, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 17th, 2022, 3:48 pm

মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন ভিসি শাবিপ্রবির জহিরুল হক

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট বিভাগের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা জানায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন অবসরে যাওয়ায় এই পদটি শূন্য হয়। যথাযথ প্রক্রিয়া শেষে আজ বুধবার নতুন উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ জহিরুল হকের নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়েছে। শিগগিরই তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

এদিকে, উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় জহিরুল হককে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন উপাচার্যের নেতৃত্বে আধুনিক ও বিশ্বমানের শিক্ষাদানে এই বিশ্ববিদ্যালয়েরর শীর্ষস্থান আরও সুসংহত হবে।

মোহাম্মদ জহিরুল হক শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ ও পাবলিক অ্যাফেয়ার্স (পিএসএ) বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে তিনি এই বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতায় যোগদান করেন। জহিরুল হকই শাবির প্রথম কোনো শিক্ষার্থী, যিনি কর্মজীবনে এসে কোনোও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। শিক্ষা জীবনে তিনি কমনওয়েলথ স্কলারশিপ, ইউজিসি স্কলারশিপ, চ্যান্সেলর গোল্ড মেডেল, ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেলসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেন।

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জহিরুল হক মেট্রোপলিটন ইউভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। জহিরুল হক অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ একজন শিক্ষক। তিনি অনেক পরিশ্রমী। আশা করছি মেট্রোপলিটন ইউভার্সিটিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। আমি আশাবাদী, আগামীতে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষক উপাচার্য হিসেবে নিয়োগ পাবেন।’

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক জহিরুল হক বলেন, ‘আজকে প্রাথমিকভাবে জানতে পেরেছি মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো শাবিপ্রবির কোনো শিক্ষার্থী উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের।’

তিনি আরও বলেন, ‘আমার জানা মতে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের মধ্যে আমিই সর্বকনিষ্ঠ উপাচার্য হতে যাচ্ছি। এতে নিজের মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করছে।’