May 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 27th, 2022, 8:05 pm

মেট্রোরেলের জন্য বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক মঙ্গলবার জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার জন্য আলাদা বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মেট্রোরেলের প্রতিটি স্টেশনে নিরাপত্তা ও নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করতে ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট পুলিশ’ বা ‘এমআরটি পুলিশ’ নামে একটি বিশেষায়িত নতুন পুলিশ ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়া হলেও ডিএমপি অন্তর্বর্তীকালীন সময়ে কাজটি করবে।

গোলাম ফারুক বলেন, মেট্রোরেল ঢাকার গণপরিবহন খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে।

উত্তরার দিয়াবাড়ির মেইন ডিপোতে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনস্বার্থে এটা খুবই গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ডিসেম্বর উত্তরা (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম অংশের উদ্বোধন করবেন।

এছাড়া প্রধানমন্ত্রী এখানে একটি জনসভায়ও অংশ নেবেন এবং অনেক ভিভিআইপি বৈঠকে যোগ দেবেন।

এ কারণে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

—-ইউএনবি