April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 7th, 2023, 8:07 pm

মেসিকে দলে নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন আল হিলাল কোচ

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন ক্রমেই বাড়ছে। তাকে ফেরানোর চেষ্টা করছে বার্সেলোনা। পাশাপাশি আরো একটা গুঞ্জন চলছে, মেসিকে পেতে চায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। ইতোমধ্যে তারা নাকি মেসিকে ৪০ কোটি ইউরোর প্রস্তাবও দিয়ে ফেলেছে! ইউরোপিয়ান গণমাধ্যমে এমন গুঞ্জনের মাঝে মুখ খুললেন আল হিলাল কোচ। সম্প্রতি মেসির সঙ্গে মনোমালিন্য হয়েছে পিএসজির।

ক্লাবের অনুমতি ছাড়াই সৌদি আরবে গিয়ে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধও হয়েছেন এই মহাতারকা। কিছু গণমাধ্যম দাবি করছে, মেসির সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না পিএসজি। আবার কারো দাবি, মেসি ক্ষমা চাওয়ার পর নাকি পিএসজি তাদের অবস্থান পরিবর্তন করেছে। এর আগে থেকেই অবশ্য মেসির দিকে হাত বাড়ায় সৌদি লিগের ক্লাব আল হিলাল। মেসি সত্যিই আল হিলালে গেলে পেয়ে যাবেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

যিনি খেলছেন আল নাসরের হয়ে। কিন্তু মেসি কি যাবেন সৌদির লিগে? বিষয়টি নিয়ে আল হিলাল কোচ রামন দিয়াজকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জবাবে দিয়াজ বলেন, ‘আমরা এখন ম্যাচে মনোযোগ দিচ্ছি। আমাদের একটি ফাইনাল আছে। এই ফাইনালের পর আমরা ভেবে দেখব, কী করা যায় বা কী ঘটে।’ উল্লেখ্য, ১২ মে কিং কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। তাই আপাতত ওই ম্যাচ নিয়েই ভাবছেন দিয়াজ। তবে তিনি মেসির প্রসঙ্গ কিন্তু উড়িয়ে দেননি। এ কারণে মেসির সৌদির লিগে গমনের গুঞ্জন আরো জোরালো হয়েছে।